BY- Aajtak Bangla

বাড়িতে মা লক্ষ্মী চিরকাল বাঁধা থাকবে, শুধু করুন এই কাজগুলো

29 October, 2023

এখন সবকিছু অর্থের সঙ্গে সম্পর্কিত। কিন্তু কিছু মানুষ হাজার চেষ্টা করেও কোনও ফল পায় না। টাকা যেমন আসে, আবার বেরিয়ে যায়। এর মূল কারণ ঘরে নেতিবাচক শক্তি।

বাড়িতে নেতিবাচক শক্তি থাকলে টাকা নেতিবাচকভাবে প্রভাবিত হবে। ঘরে দেবী লক্ষ্মীর কৃপা থাকতে হলে বাস্তুর ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে হবে।

তবেই দেবী লক্ষ্মীর কৃপা পাবেন। চলুন জেনে নেওয়া যাক লক্ষ্মীর কৃপা পেতে কী কী করতে হবে। 

গরুর মধ্যে সমস্ত দেবতাকে পরিমাপক প্রাণী হিসাবে মাপা হয়। তাই প্রতিদিন গরুকে খাওয়ানো ভালো। সকল দেবতার আশীর্বাদ পান।

এছাড়াও প্রতিদিন পাখিদের খাওয়ান। পাখিদের বীজ খাওয়ানো হলে জীবনের সমস্যা দূর হবে।

প্রতিদিন সন্ধ্যায় সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে দুটি লবঙ্গ রাখুন। এই প্রদীপ দরজার দুই পাশে রাখতে হবে। এটি করলে দেবী লক্ষ্মীর কৃপা পাবেন।

কর্পূরকে বাস্তুশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। ঘরের নেতিবাচক শক্তি দূর করে, বাস্তু দোষ দূর করে।

প্রতিদিন ঘরে কর্পূর জ্বালিয়ে রাখলে ঘর সুগন্ধে ভরে যাবে। এভাবেও দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায়।

সন্ধ্যার সময় হল দেবী লক্ষ্মী বাড়িতে আসেন। তাই সূর্যাস্তের সময় ঘরে ঘুমোবেন না। তা না হলে তা হবে লক্ষ্মীদেবীর অবমাননার শামিল। এতে ক্ষুব্ধ হন দেবী লক্ষ্মী। ফলে ঘরে দারিদ্র্য বাড়ে।