BY- Aajtak Bangla

  আর্থিক সমস্যা মেটাতে এড়িয়ে চলুন এই বাস্তু ভুলগুলি

15 AUGUST, 2023

প্রতিটা মানুষ চায় অর্থনৈতিক দিক থেকে চিন্তামুক্ত থাকতে। অর্থাভাব থাকলে জীবনে সমস্যার শেষ থাকে না। 

অনেকে দিন রাত কাজ করেও ভাল ফল পায় না। আবার অনেকে কোনও পরিশ্রম না করেই এগিয়ে যায় জীবনে। 

বাস্তুশাস্ত্র মতে আমরা অজান্তেই অনেক সময় ভুল করে বসি। যা বিপদ ডেকে আনে আরও। 

 কিছু বাস্তু টিপস মেনে চললে, এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। জানুন, কীভাবে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবেন।

মানি ব্যাগে ওষুধ রাখলে জীবনে নেগেটিভিটি আসে। তাই সেখান থেকে ওষুধ সরিয়ে ব্যাগের অন্য কোথাও রাখুন।  

অনেকেই চকোলেট, ফল ইত্যাদি খাবার ব্যাগে রাখেন। বাস্তু মতে ব্যাগে খাবার রাখার অর্থনৈতিক ক্ষতির লক্ষণ। 

যেখানে সেখানে জিনিস ছুঁড়ে ফেলার অভ্যাসে পজিটিভ এনার্জি গৃহে প্রবেশ করতে পারে না। 

গৃহে শান্তি- সমৃদ্ধির জন্য ঘর সাজানোর উপকরণ হিসেবে বেছে নিন কোনও গাছ। তবে কাঁটা জাতীয় গাছে উল্টো ফল হবে।

খারাপ হয়ে যাওয়া ঘড়ি, কল, দীর্ঘদিন ধরে পড়ে থাকা কোনও খারাপ জিনিস, এগুলো সারিয়ে ফেলুন, নয়তো সরিয়ে দিন বাড়ি থেকে।    

বাড়িতে সূর্যের আলো ঠিক মতো প্রবেশ না করলে ক্ষতি হয়। এর ফলে আপনার জীবন থেকে দুঃখ- দুর্দশা কাটবে না কখনও। 

বাড়ি পরিষ্কার থাকা আবশ্যক। বাড়ির সদর দরজা অবশ্যই পরিষ্কার রাখবেন। এটে গৃহলক্ষ্মীর পথ মুক্ত হয়।