BY- Aajtak Bangla
12th February, 2025
বাড়িতে কিছু প্রয়োজনীয় জিনিসগুলি থাকে, যেগুলি প্রায় রোজ দিনই কাজে লাগে।
কিন্তু জানেন কি, সেই জিনিসগুলি ঠিক জায়গা মতো রাখলে সংসারে বজায় থাকবে সুখ-সমৃদ্ধি।
ঝাঁটা এমন একটি জিনিস, যা বাড়িঘর পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে।
ঝাঁটাকে মা লক্ষ্মী হিসাবে মনে করা হয়। তাই বাস্তুতে ঝাঁটা নিয়ে অনেক নিয়ম রয়েছে।
আসুন জেনে নিই কোনদিকে আর কীভাবে ঝাঁটা রাখলে মা লক্ষ্মী খুশি হবেন।
বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিকের মধ্যে কোনও একটি জায়গায় ঝাঁটা রাখা উচিত।
খেয়াল রাখতে হবে, ঝাঁটা যাতে দাঁড় করানো না থাকে। কাজ শেষ হয়ে গেলে তা শুইয়ে রাখতে হবে। ঝাঁটার মুখ পূর্ব দিকে রাখা শুভ।
যে কোনও সময়ে কিন্তু ঝাঁটা ব্যবহার করা মোটেই উচিত নয়। ঘর ঝাঁট দেওয়ার নির্দিষ্ট সময় আছে।
সকালে এবং সন্ধ্যা যখনই ঘর ঝাঁট দেওয়া হোক না কেন, ভূমিকে প্রণাম করে তা শুরু করা উচিত।
যিনি ঝাঁট দেবেন, সকালে উঠে তাঁর ঈশ্বরকে প্রণাম করতে হবে। কিন্তু ভুল দিক থেকে ঝাঁটা চালানো যাবে না। তাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন।