05 FEBRUARY 2025
BY- Aajtak Bangla
ঘর যেমনই হোক, বাড়ি ঝাড়পোছ তো সকলেই করেন। তবে ঝাঁটার সঙ্গে অনেক বাস্তু জড়িয়ে আছে।
ঘর ঝাড়া মোছার জন্য যখন তখন ঝাঁটা লাগালে হিতে বিপরীত হতে পারে। কারণ, এর একটা বিশেষ নিয়ম নীতি রয়েছে।
ঘর ঝাঁট দেওয়ার ঝাঁটা সঠিক অবস্থানে না রাখলে কপালে দুঃখ ঘনিয়ে আসে। এতে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন। কারণ ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে গণ্য করা হয়।
অনেকে ঘর ঝাট দিয়ে আবর্জনা ময়লা বাইরে ফেলে দেন। বাস্তু মতে এটিও মোটেই শুভ নয়। এতে আর্থিক অবস্থার ক্ষতি হতে পারে।
এমনকি অসময়ে ঘর ঝাড়পোছ করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়।
তাই ঘর ঝাঁট দেওয়ার নিয়ম জেনে রাখুন। সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যাবেলায় কখনওই ঘর ঝাঁট দেওয়া উচিত নয়। শুধু তাই নয়, ওই সময় ঘরের ময়লা আবর্জনাও বাইরেও ফেলা উচিত নয়। এতে দারিদ্র্যের বাতাবরণ তৈরি হয়।
সূর্য অস্ত যাওয়ার পর অথবা সূর্যাস্তের সময়ে ঘর ঝাঁট দেওয়া উচিত নয়। যদি সন্ধেয় ঝাঁট দিতেই হয়, তাহলে সূর্যাস্তের ঘণ্টাখানেক আগে ঘর পরিস্কার করা উচিত।
তবে একান্তই দরকার হলে জরুরি পরিস্থিতিতে মাঝেমধ্যে সন্ধেয় ঝাঁট দেওয়ার পরিস্থিতি থাকে। সেক্ষেত্রে ময়লা আবর্জনা একটি ব্যাগে ভরে তা এক কোণে রেখে দেওয়া উচিত। ঘরের বাইরে ফেলা উচিত নয়। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ মিলবে। এতে বাড়িতে সংসারে সুখ-সমৃদ্ধি উপচে পড়বে।
খেয়াল করে থাকবেন সেলুন, পার্লার বা স্যালঁতে চুল কাটালে তা সন্ধেয় বাইরে ফেলা হয় না। বরং তা ব্যাগে ভরে রাখা হয়। পরের দিন সকালে সেই ময়লা পরিষ্কার করেন পার্লারের কর্মীরা। তবে সন্ধেয় বা সূর্যাস্তের পরে ঝাঁট দেওয়া কখনওই উচিত নয়।