BY- Aajtak Bangla

রাতে ঘুমানোর আগে করুন এই ৩ কাজ, দেবী লক্ষ্মী অর্থে ভরিয়ে রাখবেন   

17 FEBRUARY 2025

শাস্ত্রে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্রে উল্লিখিত কিছু নিয়ম মেনে চললে, সুখ ও সমৃদ্ধি হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে, রাতে ঘুমানোর আগে একটি পাত্র জলে ভরে রান্নাঘরে রাখুন।

এতে  ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান হয়। অর্থ সমস্যার সমাধান হয়। অর্থনৈতিক ক্ষেত্রে লাভের জোরালো সম্ভাবনা রয়েছে।

বাস্তু অনুসারে, রাতে বাথরুমে খালি বালতি রাখা উচিত নয়। বাথরুমে রাখা খালি বালতি ঘরে ঝামেলা ডেকে আনে।

বাথরুমে বালতি খালি করার পর সব সময় উল্টো করে রাখতে হয়। এতে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমবে।

 প্রতিদিন সন্ধ্যায় বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি প্রদীপ জ্বালানো উচিত। ঘরের মূল প্রবেশপথ কখনই অন্ধকারে রাখবেন না।

এতে দেবী লক্ষ্মী ঘরে থাকবেন। ঘরের দক্ষিণ দিকে পূর্ণ প্রদীপ জ্বালালে পিতৃপুরুষের আশীর্বাদও পাওয়া যায়।