BY- Aajtak Bangla

বিশ্বকর্মা বুড়ো না জোয়ান, সত্যিটা কি জানেন

14 September  2024

১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। প্রতিবছর সাধারণত ১৭ তারিখেই বিশ্বকর্মা পুজো হয়।  

বাংলায় বিশ্বকর্মা পুজোর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় দুর্গাপুজোর প্রস্তুতি।

বিশ্বাস করা হয় যে, বিশ্বকর্মা হলেন কারখানা, শিল্পের দেবতা।

তাই বিভিন্ন কারখানায় ঘটা করে বিশ্বকর্মার আরাধনা করা হয়।

বিশ্বকর্মা বয়স্ক দেবতা না তরুণ, এই নিয়ে অনেকের মনেই ধন্দ রয়েছে।

বাংলায় আমরা যে বিশ্বকর্মা প্রতিমা দেখি, তা তরুণ লাগে দেখতে।

তবে বিশ্বকর্মা কিন্তু বয়স্ক। বিশ্বকর্মার দুই রূপ রয়েছে। একটা তরুণ আর একটা বৃদ্ধ।

ভারতের বিভিন্ন জায়গায় বৃদ্ধ রূপে বিশ্বকর্মার পুজো করা হয়। সেখানে আবার বিশ্বকর্মার বাহন থাকে হাঁস।

কিন্তু বাংলায় বিশ্বকর্মার তরুণ রূপের পুজো করা হয়। এখানে বিশ্বকর্মার বাহন হাতি।