15 December, 2023

BY- Aajtak Bangla

রাম-সীতার বিবাহ বার্ষিকী কবে? বহু লোকই জানেন না

সনাতন ধর্মে বিবাহ পঞ্চমীতে মানুষের অগাধ বিশ্বাস রয়েছে।

প্রতি বছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিবাহ পঞ্চমীর উৎসব পালিত হয়।

কিন্তু জানেন কি বিবাহ পঞ্চমীর উৎসব কেন পালন করা হয়।

চলুন জেনে নেওয়া যাক এই দিনটির গুরুত্ব কী।

মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ভগবান শ্রী রাম ও মাতা সীতা পরস্পরকে বিবাহ করেন। ভক্তরা এই দিনটিকে তাঁদের বিবাহ বার্ষিকী হিসাবে পালন করে।

কথিত আছে যে এই দিনে অযোধ্যার রাজা প্রভু শ্রী রাম এবং জনক কন্যা মাতা সীতার বিবাহ হয়েছিল।

তাই বিবাহ পঞ্চমী উৎসবটি ভগবান রাম ও মাতা সীতার বিবাহ বার্ষিকী হিসাবে পালিত হয়।

এবার এই তিথি পালিত হবে ১৭ ডিসেম্বর রবিবার। এই দিনে প্রত্যেক মানুষ বাড়িতে এই উৎসব পালন করতে পারে।

 শ্রী রাম সীতার মূর্তি পুজো করে বিবাহ উৎসব পালন করতে পারেন।