BY- Aajtak Bangla
7 April, 2025
ভাগ্যের লেখা আমাদের সকলকেই মেনে চলতে হয়। কথায় আছে ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে।
কিন্তু যদি আমরা একটু চেষ্টা করি তা হলে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নানা উপাচার মেনে ভাগ্যকে কিছুটা হলেও প্রসন্ন করতে পারি।
রান্নাঘরে খুব দরকারি মশলার মধ্যে নুন অন্যতম। নুন ছাড়া খাবার বিস্বাদ হয়ে যায়।
কিন্তু এই নুন দিয়েও অনেক জ্যোতিষ ও বাস্তু টোটকা করলে জীবনের ছোট ছোট সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
নুন দিয়ে হাত ধোয়ার কথা বিভিন্ন বাস্তু ও আধ্যাত্মিক বিশ্বাসে উঠে আসে, যা নাকি নেতিবাচক শক্তি দূর করতে এবং শুভ ফল লাভের জন্য উপকারী বলে মনে করা হয়।
প্রথমে এক চিমটে নুন হাতে নিন। এবার দুহাতে ঘষে নুনটা ভাল করে মেখে ফেলুন। এরপর হাত ধুয়ে নিন।
ঘর মোছার জলে সামান্য নুন মিশিয়ে মুছলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং সুখ-সমৃদ্ধি বাড়ে বলে বিশ্বাস করা হয়।
স্নানের জলে সামান্য নুন মিশিয়ে স্নান করলে মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর হয়।
কাঁচের বাটিতে সামান্য নুন, চারটি লবঙ্গ এবং জল নিয়ে, সেই জলে হাত ধুলে নাকি ভাগ্যের উন্নতি হয় এবং অভাব দূর হয়।