BY- Aajtak Bangla
30 April, 2025
কথায় আছে জলই জীবন। জল আমাদের অতি প্রয়োজনীয় একটি জিনিস।
জ্যোতিষশাস্ত্রে জলের গুরুত্ব অপরীসীম। জল দিয়ে করা কিছু টোটকা এক পলকে আমাদের জীবনে আনতে পারে অনেক পরিবর্তন।
আসুন সেরকমই কিছু টোটকা শিখে নিই। যা জীবনকে বদলে দিতে পারে রাতারাতি।
বাড়িতে কোনও অতিথি এলে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই তাঁকে এক গ্লাস জল দিন। এতে বাইরের যেকোনো ঋণাত্মক শক্তি ঘরে ছড়িয়ে পড়তে পারে না।
যদি আপনার বাড়িতে প্রতিদিন ঝগড়াঝাঁটি লেগে থাকে, সেক্ষেত্রে একটা পাত্রে কিছুটা জল নিন। সেই জলে হতে রেখে গায়ত্রী মন্ত্র জপ করুন ২১ বার। এর পর জলটা গোটা বাড়িতে ছড়িয়ে দিন।
আর্থিক উন্নতির জন্য ঘরের উত্তর-পূর্ব কোণে একটা পাত্রে জল ভর্তি করে রেখে দিন, মাঝে মাঝে সেই জলটা বদলে ফেলতে হবে।
বাড়িতে খুব বেশি জল অপচয় একদম করতে নেই। বাড়ির কল যেন সব সময় ঠিকঠাক থাকে, সে দিকেও নজর দিন।
খেতে বসলে সব সময় জলের গ্লাস রাখুন নিজের ডান দিকে। এতে শুভ ফল পাবেন।
খেতে বসার আগে জল পান করে নিন। খেতে খেতে জল খাওয়া বা খেয়ে উঠেই জল খাওয়া উচিত নয়।