BY- Aajtak Bangla

রাস্তায় পড়ে থাকা লেবু-লঙ্কায় পা পড়েছে, জানেন কীসের ইঙ্গিত?

1 May, 2025

আমাদের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যার সঙ্গে শুভ অশুভর যোগ রয়েছে

সেরকমই রাস্তায় চলাফেরা করার সময় বিভিন্ন জিনিস অনেকে পড়ে থাকতে দেখেন।

শাস্ত্র অনুযায়ী রাস্তায় পড়ে থাকা বেশ কিছু জিনিস স্পর্শ করতে নেই।

শাস্ত্র মতে, রাস্তায় পড়ে থাকা কোনও জিনিস ডিঙিয়ে যেতে নেই। এতে সঙ্গী হয় দুর্ভাগ্য।

অনেকেই দোকান বা বাড়ির মূল দরজায় লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখেন, যাতে নজর না লাগে, নেতিবাচকতা না আসে।

কিন্তু সেটা শুকিয়ে গেলে রাস্তায় ফেলে দেন। জ্যোতিষ মতে এই জিনিসে একেবারেই পা দেওয়া ঠিক নয়।

জ্যোতিষ বলছে, শুকনো লেবু-লঙ্কাতে অশুভ শক্তির বাস। ফলে যে ব্যক্তি সেটি রাস্তায় ডিঙিয়ে বা পা দিয়ে ফেলে সেই ব্যক্তির পিছু নেয় অশুভ শক্তি।

তাই লেবু-লঙ্কা পড়ে থাকলে তা না ডিঙিয়ে পাশ দিয়ে চলে যাওয়াই ভাল।

বিড়াল রাস্তা কাটলে যেমন অনেকে পেরোন না, তেমনই লেবু-লঙ্কা রাস্তায় পড়ে থাকলেও অনেকে সেটি পা দিয়ে মাড়িয়ে যান না।