13 November 2023
BY- Aajtak Bangla
কালী মানে শক্তির এক রূপ। এককথায় শক্তির সাধনা। বহু প্রাচীনকাল থেকেই বাঙালি শাক্ত। অর্থাত্ মহাশক্তির উপাসক।
বাড়িতে কালীপুজো অত্যন্ত শুভ বলেই বিবেচিত হয়। শক্তির আরাধনা ও শক্তিশালী মন্ত্রে বাড়ির অশুভ শক্তি দূর হয়।
কালী প্রতিমা নিরঞ্জনের পরেও সেই তীব্র ইতিবাচক শক্তি বাড়িতে সারা বছর থেকে যাতে পারে। কীভাবে?
শাস্ত্র বলছে, এ ক্ষেত্রে বাড়িতে শুভ শক্তি বজায় রাখতে মা কালীর খড়গ বা খাঁড়া রেখে দিতে পারেন।
খাঁড়াকে দেবী কালীর শক্তির আধার হিসেবে ধরা হয়। শ্রীবিষ্ণুর প্রতীক যেমন সুদর্শন চক্র, তেমনই দেবী কালীর শক্তিরূপের প্রতীক হল এই খড়্গ বা খাঁড়া।
‘শ্রী চণ্ডী’তে বলা হয়েছে, ‘খড়্গ আমাদের রক্ষা করুক।’
মা কালীর খাঁড়া বাড়িতে রাখার নেপথ্যে শক্তি রূপে স্বয়ং দেবীকে ঘরে রেখে দেওয়ার ভাবনা।
পুরাণ মতে, দেবী কালী এই খড়্গর মধ্যে শক্তিরূপে বিরাজ করেন। সন্তানদের সব বিপদ থেকে রক্ষা করেন সে ভাবেই।
অনেকেই খাঁড়া ধোয়া জল খান। এই জল মায়ের চরণামৃতের মতোই। ভক্তদের বিশ্বাস, এই জল খেলে রোগ-রিপু-জরা থেকে দূরে থাকা যায়।