17 Deceember, 2023

BY- Aajtak Bangla

মৃত্যুর সময় মানুষের সঙ্গে ঠিক কী হয়? উত্তর দিলেন প্রেমানন্দ মহারাজ  

জন্মালে মরতে হবেই, এটাই নিয়ম। তবে মৃত্যুর সময় মানুষের কী হয়? তার উত্তর দিলেন প্রেমানন্দ মহারাজ। 

মথুরা ও বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের কাছে ধর্মের বাণী শুনতে যান লাখ লাখ ভক্ত। প্রবচনের জন্য মাঝে মাঝে প্রচারেও আসেন প্রেমানন্দ মহারাজ। 

সেরকমই এক ভিডিওতে প্রেমানন্দ মহাজারকে বলতে শোনা যায় মৃত্যুর পর মানুষের কী হয়। যা ভাইরাল হয়েছে। 

প্রেমানন্দ মহারাজকে জিজ্ঞেস করা হয়, মৃত্যুর সময় মানুষের বিচার কি কর্ম অনুসারে হয়?

উত্তরে প্রেমানন্দ মহারাজ জানান, সারাজীবন ধরে যে কাজ করেছ তারই চিন্তন মৃত্যু পথযাত্রীর সামনে আসে। 

তিনি বলেন, কর্ম অনুসারে আসা সেই চিন্তনই পরবর্তী দিক নির্দেশ করে। ঈশ্বরই সব কিছুর শেষ বিচার করেন।

তিনি জানান, যদি কেউ আজীবন ভগবানে নিজের বিশ্বাস রেখেছে তাহলে হয়তো মৃত্যুর সময় ধার্মিক কেউ এসে মৃত্যপথযাত্রীকে আশ্রয় দেবে। 

মৃত্যুর সময় ঈশ্বরের নাম নেওয়া উচিত। তাহলে মৃত্যু পথযাত্রীর নিশ্চিতভাবে ভালো হবে। 

তিনি আরও বলেন, প্রতিটি মানুষের এটাই কর্তব্য হওয়া উচিত যে সে যেন আজীবন ভগবানের নাম করে। যাতে তার শেষ সময় কষ্ট না হয়।