BY- Aajtak Bangla
30 March 2025
বাড়ির আশপাশে কুকুর থাকা ভাল। রাতে এলাকা পাহারা দেয়। পরিবেশ ভাল থাকে। নিরাপত্তা থাকে।
একতলা বাড়ি থাকলে, কিংবা দরজা খোলা রাখার অভ্যাস থাকলে অনেক সময়ই কুকুর ঢুকে পড়ে।
এতে অনেকে বিরক্ত হলেও জ্যোতিষমতে এর গুরুত্ব আছে।
জ্যোতিষ মতে, বাড়িতে হঠাৎ করে কুকুর ঢুকে পড়লে তাকে শুভ আভাস বলে মনে করা হয়।
যে কোনও কারণে যদি বিনা কারণে কুকুর ঢুকে পড়ে ঘরে. তাহলে কাজে সাফল্য আসে। বাধা বিপত্তি কেটে যায়।
যদি ঘরে ঢুকে আসা কুকরের রং কালো হয়, তাহলে বলা ধন সম্পত্তি, ঐশ্বর্য লাভ হয় বলে মনে করা হয়। ।
সাদা কুকুর ঘরে ঢুকে পড়লে, ঘরে শান্তি ফিরে আসে। ঝগড়াঝাঁটি মিটে য়ায়। দাম্পত্যে সন্ধি ফেরে।
সোনালি রঙের কুকুর ঘরে ঢুকলে সুখ-উন্নতি হয়।