28 March, 2025

BY- Aajtak Bangla

তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে! কিসের ইঙ্গিত?

বাঙালি বাড়িতে তুলসী গাছ রাখা হয়। উত্তর ভারতেও অনেক বাড়িতেই তুলসীর পুজো করা হয়।

হিন্দু শাস্ত্রে তুলসী গাছকে খুবই পবিত্র ও দেবতাজ্ঞানে পুজো করা হয়।

বাস্তু শাস্ত্রেও তুলসী গাছকে অতি উচ্চস্থানে বসানো হয়। এর  মাহাত্ম্য অপরিসীম।

ঘরে তুলসী গাছ লাগালে নানা উপকারে লাগে। পুজো তো রয়েইছে এর ভেষজ গুণও প্রচুর।বাড়িতে তুলসী গাছ থাকলে নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না।

কিন্তু যদি দেখেন তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে তাহলে সাবধান হাওয়ার সময় এসেছে।

সুতরাং এখনই সাবধান হয়ে যাওয়া দরকার। 

 পিতৃদোষ থাকলে তুলসী গাছ শুকিয়ে যায় বলে মনে করা হয়।

বাড়িতে পিতৃদোষ থাকলে সঙ্গে আরও অন্যান্য সমস্যা তৈরি হতে পারে এবং ঘরেশান্তি থাকে না।

বাড়িতে তুলসী গাছ লাগাতে চাইলে  সর সময় বিজোড় সংখ্যার (১, ৩, ৫, ৭) ভিত্তিতে তুলসী গাছ লাগান।