20 JUNE 2025

BY- Aajtak Bangla

রথের সঙ্গে কলা বেচার কী সম্পর্ক?আসল কারণটা জেনে নিন

'রথ দেখা কলা বেচা' প্রবাদটি বহুল ব্যবহৃত। এর অর্থ একটি কাজ করতে এসে দুই কাজ করে ফেলা।

বহু যুগ ধরে এই প্রবাদটি ব্যবহার হচ্ছে। তবে রথের সঙ্গে কলার কী সম্পর্ক? কেউ ধরতেই পারবেন না।  

এই প্রাচীন বাগধারাটির পিছনে রয়েছে একটি রীতি। যা শুনলে অবাক হবেন।

এই প্রবাদ শুধু বাঙালিদের মধ্যেই প্রচলিত। এই প্রবাদটির সঙ্গে জড়িয়ে রয়েছে মাহেশের রথের ইতিহাস।

ঐতিহাসিকদের মতে ১৩৯৬ সাল থেকে মাহেশের রথযাত্রা শুরু হয়েছে। পুরীর পর এটিই ভারতের প্রাচীনতম রথ যাত্রা।

মাহেশের রথযাত্রার দিন বহু মানুষ আসতেন শুধুমাত্র কাঁঠালি কলা বিক্রি করতে। ভক্তরা কলা কিনে রথের দিকে ছুড়তেন। এটাই ছিল প্রাচীন প্রথা।

এই কলা সরবরাহ করত আশেপাশের গ্রামের চাষিরা। তারা রথের দিন কলা বিক্রি করতে আসতেন। সেখান থেকেই রথ দেখা এবং কলা কেনাবেচা বাগধারাটির প্রচলন এসেছে।

জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে রথে চরে ঘুরতে যেতেন সেই সময় তাঁকে কলা, জিলিপি এইগুলি দেওয়া হত বলে শোনা যায়।

মাসির বাড়ি যাওয়ার যাত্রাপথে খিদে মেটাতে এগুলিই ছিল জগন্নাথ দেবের প্রিয় খাবার। সেই থেকেই রথে কলা ছোড়ার প্রথা শুরু হয়। আর যারা কলা বেচতে আসে তাদের প্রচুর মুনাফা হয়।