01 MAY 2025

BY- Aajtak Bangla

নাগ vs সাপ ফারাকটা কোথায়? কোনটা বেশি 'খতরনাক'?

সাপ একটি বিষাক্ত প্রাণী যা জলে এবং স্থলে উভয় স্থানেই পাওয়া যায়। এটা দেখলে ভালো মানুষের অবস্থাও খারাপ হয়ে যায়।

অনেকেই মনে করেন নাগ আর সাপ একই জিনিস। এতে কোনও পার্থক্য নেই।

যদি আপনিও একই রকম ভাবেন, তাহলে এই তথ্যটি সম্পূর্ণ ভুল। নাগ এবং সাপের মধ্যে অনেক পার্থক্য। জানুন কী।

বলা হয় যে, নাগ এবং সাপের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সাপের কোনও ঐশ্বরিক ক্ষমতা নেই।

পাশাপাশি, নাগ অনেক ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। যা সাপের থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে।

নাগ ফণা তুলতে পারে, যেখানে সাপের এমন প্রবণতা নেই।

দেখা গেছে নাগের ফণায় চশমার আকৃতির একটি চিহ্ন রয়েছে। সাপের শরীরে এই আকৃতির কোনও চিহ্ন নেই।

সাপের তুলনায় নাগের আয়ু বেশি। নাগ সাপের চেয়ে বেশি দিন বাঁচে।

নাগ যেকোনও কিছু গিলে ফেলতে পারে, তারপর আর চিবিয়েও খায় না। তবে সাপের ক্ষেত্রে এরকম নয়।

অনেক ধর্মীয় কাহিনী ও উপাখ্যানে সাপের উল্লেখ রয়েছে। যেমন- নাগালোকা, নাগমণি ইত্যাদি।