BY- Aajtak Bangla
14 December, 2023
হিন্দু ধর্মে শিব বা মহাদেবের স্থান সবার উপরে। এই জগতের সৃষ্টিকর্তা হিসাবে মনে করা হয় শিবকে।
শিব সৃষ্টি-স্থিতি-প্রলয়রূপ তিন কারণের কারণ। তিনি সমসাময়িক হিন্দুধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা।
প্রতিটি হিন্দু ঘরেই পূজিত হয়ে থাকেন শিব। শ্রাবণ মাসে শিবপুজোর গুরুত্ব অসীম।
যাঁর আমরা নিত্য আরাধনা করি সেই শিবের অর্থ কী জানা আছে। অনেকেই শিব শব্দের অর্থ জানেন না অথবা ভুল জানেন।
কেউ কেউ মনে করেন শিব শব্দের অর্থ আসলে কিছুই নয়। কেউ কেউ আবার বলে থাকেন শিব আসলে একটা এনার্জি বা শক্তি, তিনি কোনও ব্যক্তি নন।
কিন্তু শাস্ত্র এই সব তথ্যকে একেবারেই মানে না। শাস্ত্রে শিবের প্রকৃত অর্থের কথা উল্লেখ করা হয়েছে। ।
শাস্ত্র মতে, শিব একজন ব্যক্তি। যাঁকে আমরা নিত্য পুজোর মাধ্যমে স্মরণ করে থাকি।
শিব শব্দের অর্থ শুভ, শুদ্ধ, ভাগ্যবান, মঙ্গলময়, মঙ্গলকারী। অর্থাৎ যিনি সবার মঙ্গল করে থাকেন।
সোমবার করে শিবের পুজো অনেকেই করে থাকেন এবং তাঁর কাছে নিজেদের সমস্যার কথাও বলেন।
তবে শিবের কাছে কিছু চাইতে হলে এটা চান যে মহাদেবের যেটা সবচেয়ে প্রিয় সেটা যেন তাঁর ভক্তকে দেওয়া হয়। এরপরই চমৎকার দেখতে পারবেন।