BY- Aajtak Bangla
22 September, 2024
ঘুমিয়ে স্বপ্ন দেখা সাধারণ বিষয়। অনেক সময় স্বপ্ন হয় সুখের। আবার অনেক সময় দুঃখের। আবার ভয়েরও।
স্বপ্ন দেখার নেপথ্যে যে বিজ্ঞান রয়েছে, তা কমবেশি আমরা সকলেই জানি।
ক্রমাগত ভয় বা দুঃখের স্বপ্ন দেখা মানসিক স্বাস্থ্যের জন্য ভাল নয়।
কিছু স্বপ্নে ঘুমেরও ব্যাঘাত হয়। অর্থাত্ কম ঘুম বা গভীর ঘুম হয় না।
স্বপ্নশাস্ত্র বলছে, স্বপ্নে বিভিন্ন বিষয় দেখার বিভিন্ন মানে হয়। কিছু স্বপ্ন শুভ কিছু ঘটারও ইঙ্গিত দেয়।
স্বপ্নশাস্ত্র অনুযায়ী, স্বপ্নে যদি আপনি ঝাড়ু দেখেন, তাহলে শুভ। বলা হয়, স্বপ্নে ঝাড়ু দেখা মানে মা লক্ষ্মী আসছেন ঘরে।
স্বপ্নে পেঁচা দেখাও অত্যন্ত শুভ। কারণ পেঁচা লক্ষ্মীর বাহন। পেঁচার স্বপ্ন মানে আর্থিক সমৃদ্ধি আসছে জীবনে।
স্বপ্নে যদি গোলাপ ফুল দেখেন, বুঝবেন সংসারে কোনও খুশির খবর আসতে চলেছে। জীবনে অপার সুখের ইঙ্গিত।
স্বপ্নে ঈশ্বর দেখা বা শিব দেখা মানে, জীবনের সব সমস্যা মিটতে চলেছে শীঘ্রই।