16 September, 2024

BY- Aajtak Bangla

পিতৃপক্ষ শুরু হচ্ছে, এই জিনিসগুলি ব্যবহার করবেন না, চরম দুর্ভাগ্য আসে

এবার পিতৃপক্ষ শুরু হবে। পূর্বপুরুষদের তর্পণের সময়। পূর্বপুরুষদের আত্মার শ্রাদ্ধের শুভ তিথি।

পিতৃপক্ষের শেষ হলেই শুরু হবে দেবী পক্ষ। অর্থাত্‍ বাঙালির মহালয়া।

শাস্ত্র মতে,  পিতৃপক্ষের এই সময়কালে তর্পণ ও শ্রাদ্ধ করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন। তাঁদের আশীর্বাদ পাওয়া যায়।

ধর্মীয় আচার অনুযায়ী, মৃত পূর্বপুরুষদের ব্যবহার করা কিছু জিনিস কখনও ব্যবহার করতে নেই। ঘোর অমঙ্গল আসে জীবনে।

জেনে নেওয়া যাক, কী কী সেই জিনিস, যা ব্যবহার করতে নেই সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পরে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মৃত ব্যক্তি বা পূর্বপুরুষের ব্যবহৃত জামা-কাপড় কখনও গায়ে তুলবেন না। দুর্ভাগ্যের সূচনা হয়।

মৃত ব্যক্তির পরিহিত জামা-কাপড় সর্বদা দান করে দেওয়া উচিত।

তাতে পুণ্য আত্মার শান্তি মেলে ও পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়।

যত দিন পিতৃপক্ষ চলবে, ততদিন পূর্বপুরুষের ব্যবহৃত গয়না পরবেন না। জীবনে সঙ্কট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।