18 May, 2025
BY- Aajtak Bangla
খুব সাধারণ ব্যাপার হলেও অনেকের সঙ্গেই ঘটে থাকে। রাস্তায় চলতে গিয়ে কিছু জিনিস আমাদের পায়ের সামনে চলে আসে।
যার মধ্যে অন্যতম লেবু-লঙ্কা, প্রদীপ, আধ খাওয়া খাবার ইত্যাদি।
শকুন শাস্ত্রের মতে, রাস্তায় পড়ে থাকা এইসব জিনিসের সঙ্গে কালো যাদুর সম্পর্ক রয়েছে। তবে এইসবই কুসংস্কার।
রাস্তায় চলাফেরা করার সময় আমাদের মধ্যে টাকা বা কয়েন কুড়িয়ে পাই। সেটা ১, ৫, ১০, ১০০, ৫০০ যে কোনও মূল্যের টাকা হতে পারে।
কিন্তু সেই টাকা কুড়িয়ে পাওয়ার পর সেটা খরচ করবেন না কী করবেন সেটা অনেকেই বুঝে পান না।
অনেকেই জানেন না, সেই টাকাই বদলে দিতে পারে আপনার ভাগ্য!
রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা শুভ বলে মনে করা হয়! এই টাকা পাওয়া মানেই ভাল কিছু ঘটতে পারে আপনার সঙ্গে!
মা লক্ষ্মীর কৃপা হিসেবে দেখা হয় কুড়িয়ে পাওয়া সেই টাকা। আমাদের মধ্যে অনেকেই সেই কুড়িয়ে পাওয়া টাকা সাধারণত মন্দিরে দান করি।
কুড়িয়ে পাওয়া সেই টাকা কাউকে দান করতে নেই। এখন প্রশ্ন হল, সেই টাকা দিয়ে তা হলে কী করবেন!
বাস্তুশাস্ত্র বলছে, কুড়িয়ে পাওয়া সেই টাকা মা লক্ষ্মীর মূর্তি বা ঝাঁপির কাছে বা বাড়ির পুজোর আসনে রেখে দিন!
প্রতিদিন পুজো করুন। কয়েক দিনেই আপনার সব অভাব কেটে যাবে!
রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা কোনওভাবেই ব্যয় করা উচিত নয়। জীবনে শুভ সঙ্কেত নিয়ে আসে।