10 September, 2023
BY- Aajtak Bangla
আপনি রোজ আপনার প্রিয় দেবতাকে নকুলদানা দিয়ে পুজো করেন, তবে জানেন কি আপনার প্রিয় দেবতা কোন ভোগ পেলে সন্তুষ্ট হবেন?
পুরাণ মতে, ভগবান বিষ্ণুর পুজোতে তার পছন্দের ৫৬ রকমের ভোগ দেওয়ার রীতি আছে।
ভগবান শিব সাদা রঙের মিষ্টি পছন্দ করেন, তবে দুধ তার প্রিয় ভোগ ।
শনি দেবতার প্রিয় ভোগ হল তিল ও গুড়ের নাড়ু, কালো ডালের খিচুড়ি।
বিদ্যার দেবী সরস্বতী ফলের ভোগ পেতে খুবই পছন্দ করেন, খিচুড়িও তার ভীষণ প্রিয়।
মা দূর্গা নিরামিষ ভোগ পছন্দ করেন, মুগ ডালের খিচুড়ি ও ক্ষীর তার খুবই পছন্দের ভোগ।
গোপালের প্রিয় ভোগ হল মাখন, এছাড়াও লাড্ডু তার পছন্দের ভোগ।
মা কালীর পছন্দের ভোগ হল পায়েস।
ভগবান হনুমানের প্রিয় ভোগ হল মতিচুরের লাড্ডু।
ভগবান গনেশ ভোগ হিসেবে লাড্ডু খেতে খুবই পছন্দ করেন।