17 January 2024

BY- Aajtak Bangla

সাদা বিড়াল দেখলেই হয়ে গেল, কিসের ইঙ্গিত দেয়? জানুন

বাড়ির চারপাশে বিড়ালের আনাগোনা লেগেই থাকে। 

বিড়াল মা ষষ্ঠীর বাহন। তাই হিন্দু ধর্মে বিড়ালের আলাদা ভূমিকা রয়েছে।

নানা রঙের বিড়াল দেখা যায়। 

এর মধ্যে আমরা অনেক সময়ই সাদা রঙের বিড়াল দেখি। 

সাদা রঙের বিড়াল দেখলে কী হয়? জেনে নিন...

মনে করা হয়, সাদা বিড়াল মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। তাই তা দেখা শুভ।

ঘুম থেকে উঠে সাদা বিড়াল দেখলে অর্থলাভ হয়।

পুজোর সময় সাদা বিড়াল চারপাশে ঘুরলে তা শুভ ইঙ্গিত দেয়।

 কোথাও যাওয়ার সময় সাদা বিড়াল দেখলে কাজে সাফল্য আসে।

সাদা বিড়াল বাড়িতে এলে ভাল। এতে অর্থলাভ হয়।