2nd April, 2025
BY- Aajtak Bangla
অনেকেই পরিবেশের শুভ ও অশুভ সঙ্কেত-এর বিষয়ে বিশ্বাস পোষণ করেন।
যাঁরা এইসব বিশ্বাস করেন, তাঁরা চান, কোনও কাজ করতে যাওয়ার সময় তাঁর সামনে যেন শুধু শুভ সঙ্কেটগুলিই হাজির হয়।
কিন্তু কোনগুলি শুভ ইঙ্গিত, তা অনেকেই বুঝতে পারেন না। আসুন দেখে নিই কোন কোন জিনিসকে শুভ সঙ্কেত বলে মনে করা হয়।
বাড়ি থেকে বেরনোর আগে যদি দুধ উথলানো দেখেন তাহলে বুঝবেন যে কাজে যাচ্ছেন তা শুভ হবে।
কোনও শুভ কাজে বাড়ি থেকে বেরনর পরে চোখের সামনে মধু দেখলে কিংবা যাত্রাপথে গরু চলে এলে ওই কাজে নিশ্চিতভাবে সাফল্য মেলে।
যাত্রাপথে শশ্মানের উদ্দেশে নিয়ে যাওয়া মৃতদেহ দর্শন শুভ বলে মনে করা হয়। যে কাজে যাচ্ছেন তা অবশ্যই সফল হবে।
সকালে বেরনোর আগে গুড় দেখা খুবই শুভ। এমনকী বাড়ি থেকে বেরনর সময় গুড়ে পূর্ণ পাত্র দেখাও শুভ।
শুভ কাজে বেরনর সময় মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা অত্যন্ত শুভ। এই ধরনের সঙ্কেত কর্মে সাফল্য লাভের ইঙ্গিত দেয়।
বাড়ি থেকে কোনও জরুরি কাজে বেরনোর সময় পাখি বা পাখির বাসা দেখতে পাওয়া অত্য়ন্ত শুভ।