01 MARCH 2025
BY- Aajtak Bangla
বড়লোক হওয়ার ইচ্ছে সকলেরই। তবে হতে পারেন ক'জন?
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বেদ ও পুরাণে উল্লিখিত প্রতিকারগুলি মেনে চললে ব্যক্তির ভাগ্যের নক্ষত্র উজ্জ্বল হতে শুরু করে এবং প্রচুর ধন-সম্পদের পাশাপাশি অনেক সুখও লাভ করে।
সকলেই আজকাল বাড়িতে ময়ূরের পালক রাখে। কিন্তু কোথায় রাখবে তা জানেন না।
ময়বরের পালক এক এক জায়গায় রাখলে এক এক উপকার। রাতে ঘুমোনোর সময় বালিশের নীচে মাত্র একটি ময়ূর পালক রাখেন তাহলে তার চারপাশের পরিবেশও ইতিবাচক হয়ে ওঠে।
ময়ূরের পালক রাখলে রাতারাতি বদলে যায় ভাগ্য। সম্পদ, সুখ-সমৃদ্ধির পাশাপাশি নেতিবাচক আবেগও দূর হয়।
এছাড়া শরীরও সুস্থ থাকে।
ভগবান শ্রী কৃষ্ণ তাঁর মুকুটে ময়ূরের পালক পরিধান করতেন, তাই যদি কেউ বালিশের নীচে ময়ূরের পালক রেখে ঘুমায়, তিনি সর্বদা ভগবান শ্রী কৃষ্ণের অনুভূতি পাবেন।