06 SEPTEMBER, 2024
BY- Aajtak Bangla
ঘর সাজাতে এখন অনেকেই বুদ্ধমূর্তি ব্যবহার করেন।
বাস্তু মতে, এই মূর্তি শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না সুখ-সমৃদ্ধিও আনে।
বাড়ির নেতিবাচকতা থেকে মুক্তি মেলে। সব বাধা দূর হয়।
তবে বুদ্ধমূর্তি ভুল দিকে ও স্থানে রাখবেন না। জেনে নিন নিয়ম
প্রধান দরজায় আশীর্বাদ ভঙ্গিতে বুদ্ধমূর্তি স্থাপন করুন।
ভুল করেও বুদ্ধমূর্তি মাটিতে রাখবেন না।
বুদ্ধিমূর্তি উঁচুতে রাখুন। শত্রুনাশ হয়। জীবনে আসে সুখ।
বুদ্ধমূর্তি বাড়ির পশ্চিম কোণে ডান দিকে রাখুন। বাড়িতে সুখশান্তি আসে।
শিশুদের পড়ার ঘরে বুদ্ধমূর্তি পূর্ব দিকে রাখুন। শিশুদের একাগ্রতা বাড়ায়।
বাস্তু অনুসারে, বাড়ির মন্দিরে পূর্ব দিকে মুখ করে বুদ্ধের মূর্তি রাখুন। ইতিবাচক থাকবেন।