7 January 2024

BY- Aajtak Bangla

বাড়ির কোনদিকে স্বস্তিক চিহ্ন আঁকবেন? জানলে অভাব হবে না টাকার

হিন্দুদের মধ্যে স্বস্তিক চিহ্নকে খুবই শুভ বলে মনে করা হয়।

বাড়ির পুজো, নতুন জিনিস কেনার সময়ও এই চিহ্ন আঁকা হয়।

স্বস্তিক চিহ্নকে সঠিকভাবে আঁকলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়িতে সর্বদা থাকবে।

জেনে নিন সঠিক উপায় স্বস্তিক চিহ্ন আঁকার-

সবসময় বাড়ির উত্তর দিকের দেওয়ালে এই চিহ্ন আঁকবেন। এতে কখনই অর্থের অভাব হবে না ।

বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে তৈরি করতে পারেন।

শিশুদের পড়াশোনায় মন বসাতে একটি সাদা কাগজে স্বস্তিক চিহ্ন এঁকে সেই ঘরে রাখতে উপকার দেখতে পাবেন।

চাকরির সমস্যাকে দূর করতে বাড়ির উত্তর-পূর্ব দিকে লাল স্বস্তিক চিহ্ন আঁকুন।

বাড়িতে পজিটিভিটি আনতে বাড়ির যেকোনও দিকে এই চিহ্ন আঁকুন।

বাড়িতে স্বস্তিক চিহ্ন রাখলে মা লক্ষ্মী কৃপায় অর্থাভাব দূর হবে।

স্বস্তিক চিহ্ন প্রথমে ডান অংশ থেকে বাম দিকে আঁকলে শুভ হবে। প্রথমে প্লাস সাইন এঁকে তারপর বাকি দিকগুলোকে তৈরি করুন।