BY- Aajtak Bangla

কোন দেবতা ফুলে পুজোয় তুষ্ট হন? জানুন

15 SEPTEMBER, 2023

তবে শুধু ফুল দিয়ে নয়, সঠিক নিয়মে ভোগ, রঙ দিয়েও পুজো করা উচিত। ।

ভগবান শ্রীবিষ্ণুর সবথেকে প্রিয় ফুল তুলসী পাতা, তাই তাঁকে ভোগ দেওয়ার সময় তুলসী পাতা দিয়েই অবশ্যই পুজো করা উচিত। 

তবে তাঁর  পছন্দের রঙ সাদা হওয়ায় সাদা রঙের যে কোন ফুল দিয়েও তাঁর পুজো করা যায়। 

 যেকোনো উজ্বল রঙের ফুলও শ্রীবিষ্ণুর পছন্দের। 

মহাদেবকে আকন্দ ফুল, নীলকণ্ঠ, ধুতরো ফুল দিয়ে পুজো করা উচিত।  

দেবী দূর্গাকে পদ্ম ফুল দিয়ে পুজো করা উচিত। তবে তাঁর পছন্দের ফুল হল শিউলি।

মা কালীর পছন্দের রঙ লাল হওয়ায়  রক্তমুখী জবা দিয়ে তাঁর পুজো করা উচিত।

আমরা বাড়িতে সুখ সম্পত্তি আনতে লক্ষ্মী ঠাকুরের পুজো করে থাকি। মা লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম হওয়ায় তাঁকে পদ্ম ফুল দিয়ে অবশ্যই পুজো করা উচিত।  

বিদ্যার দেবী সরস্বতীর প্রিয় রঙ হলুদ হওয়ায় তাই হলুদ রঙের যে কোনো ফুল দিয়েই পুজো করা উচিত।