BY- Aajtak Bangla

বাড়ির কোন দিকে বুদ্ধ মূর্তি রাখা সবচেয়ে শুভ? বাস্তু নিয়ম জেনে নিন   

24 MARCH, 2025

ঘরে নিয়মিত লেগে রয়েছে অশান্তি, কিছুতেই ঝামেলা মিটছে না?

অশান্তি

বাড়িতে বুদ্ধের মূর্তি রাখলেই ফিরে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।

বুদ্ধের মূর্তি

বাস্তুশাস্ত্রে ভগবান বুদ্ধের মূর্তিকে শুভ মনে করা হয়। বিশ্বাস অনুযায়ী, এতে ঘরে সুখ ফিরে আসে। 

বাস্তুশাস্ত্র

বুদ্ধ মূর্তি রাখলে ঘর সাজানোও হবে, আবার ঘরে সমৃদ্ধি ফিরিয়ে আনতেও সক্ষম হবেন। 

ঘরে সমৃদ্ধি

তবে যেখানে সেখানে বুদ্ধ মূর্তি রাখলে চলবে না। বাড়ির ডান কোণে রাখতে হবে বুদ্ধের মূর্তি। 

ডান কোণে

 খেয়াল রাখবেন, মূর্তি সবসময় উঁচু জায়গায় রাখবেন। মূর্তির দিকে যেন পা না যায়। 

উঁচু জায়গায়

রান্নাঘর, বেডরুম বা বাথরুমে বুদ্ধের মূর্তি রাখার কথা ভুলেও ভাববেন না।   

এখানে রাখবেন না

বুদ্ধের মূর্তি স্থাপনের পর, আশেপাশের জায়গাগুলো  সবসময় পরিষ্কার রাখতে হবে।

পরিষ্কার

ঘরের মধ্যে বিশুদ্ধ বাতাস ঢুকতে দিন, মূর্তির সামনে জ্বালিয়ে রাখুন ধূপকাঠি। এতে ঘরে শান্তি বজায় থাকবে।

ঘরে শান্তি

বাড়িতে শায়িত বুদ্ধের মূর্তি স্থাপন করতে চাইলে, মূর্তিটি পশ্চিম দিকে মুখ করে রাখতে হবে। 

শায়িত বুদ্ধের মূর্তি