29 OCTOBER 2024

BY- Aajtak Bangla

এই দিন প্যাঁচা দর্শনে হয় 'ধনবর্ষা', মেলে সুখবর

কিছু প্রাণীদের দেখা শুভ বলে  মনে করা হয়।

প্যাঁচা নিয়েও মানুষের মনে অনেক প্রশ্ন থাকে।

বাড়ির পাঁচিলে প্যাঁচা দেখা গেলে  তা কীসের ইঙ্গিত, সে কথা  শাস্ত্রে আছে।

যে কোনও রঙের প্যাঁচা দেখা কিছু শুভ হওয়ার প্রতীক হিসাবে বিবেচিত হয়।

শাস্ত্র অনুসারে, প্যাঁচাকে লক্ষ্মীর বাহন হিসেবে ধরা হয়।

সকালে বাড়ির পাঁচিলে প্যাঁচা দেখা খুবই শুভ বলে মনে করা হয়।

শুক্রবার প্যাঁচা দেখলে আকস্মিক সম্পদ আসে।

শুক্লপক্ষের নবমী তিথিতেও প্যাঁচা দেখা খুবই শুভ ইঙ্গিত।