28 JULY 2025
BY- Aajtak Bangla
জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন, চরিত্র, ভবিষ্যৎ ও ভাগ্য সবই নির্ভর করছে কোষ্ঠী বা জন্মকুণ্ডলীর উপর। বিয়েটাও তার চেয়ে আলাদা কিছু নয়।
কোনও মেয়ের কোষ্ঠীতে এই সব যোগের একটিও থাকলে ধনী স্বামী মেলে এবং শ্বশুরবাড়িতে রানির মতো জীবন কাটে।
মেয়েদের জন্মছকের সপ্তম ঘরে যদি বৃহস্পতি, শুক্র, বুধ বা চন্দ্রের মতো শুভ গ্রহ থাকলে বিয়ের পর দারুণ সুখে জীবন কাটানো সম্ভব হয়।
কোনও মেয়ের জন্মছকের সপ্তম ঘরে চন্দ্র মঙ্গল যোগ থাকলে, তিনি অত্যন্ত সৌভাগ্যবতী।
বিয়ের পর স্বামীর থেকে এই জন্মছকের মেয়েরা সব রকম সুখ পান।
তুলা, বৃষ ও মীন রাশিতে সপ্তম ঘরে শুক্র অবস্থান করলে গঠিত হয় মালব্য রাজযোগ।
এই মেয়েদের দাম্পত্য জীবন দারুণ সুখের হয়। এঁরা বিলাসিতার মধ্যে জীবন কাটান।
জন্মছকের সপ্তম ঘরে শনি থাকলে শশ রাজযোগ গঠিত হয়।
যে মেয়ের জন্মছকে এই রাজযোগ থাকে, তাঁদের জীবনে কখনও ধন-সম্পদের অভাব হয় না।