BY- Aajtak Bangla
8 FEBRUARY, 2024
বাস্তুশাস্ত্রে, বাড়িতে নানা পশুপাখির আগমনের প্রভাব নিয়ে বলা রয়েছে। বাস্তু নিয়ম মেনে চললে পরিবারের সুখ- সমৃদ্ধি শান্তি আসে।
বাস্তু মতে, বিড়াল এমন একটি প্রাণী, যার প্রভাব অনেকভাবে পড়তে পারে আমাদের জীবনে।
প্রচলিত ধারণায়, বিড়ালের গায়ের রং হিসেবে এর প্রভাব ভিন্ন হয়ে থাকে। অনেকে ধারণা বিড়াল মানেই অশুভ। যা, আসলে সম্পূর্ণ ভুল।
সাদা বিড়াল প্রসঙ্গে কিছু ধারণা আপনাকে অবাক করতে পারে। অনেকেই সাদা বিড়ালকে মা লক্ষ্মীর প্রতীক বলে থাকেন।
বাড়িতে হঠাৎ সাদা বিড়াল আগমনের অর্থ, দেবী লক্ষ্মী প্রসন্ন হয়েছেন। যার অর্থ বাড়িতে কোনও অর্থাভাব হবে না।
বৃহস্পতিবার বাড়ির চারপাশে সাদা বিড়াল ঘোরাফেরা করলে, সেটিকে শুভ ইঙ্গিত বলে মনে করা হয়।
কোথাও যাওয়ার সময় সাদা বিড়াল দেখাকে অনেকে সাফল্যের ইঙ্গিত বলে মনে করেন।
এছাড়াও বাড়িতে সাদা বিড়াল এলে তা, পজিটিভ এনার্জি বাড়ায় বলে বিশ্বাস অনেকেই।
বাড়িতে আসা সাদা বিড়াল ছানা, দুধ ইত্যাদি খেলে বাড়ির সন্তানের উন্নতি হয়।