11 November 2023
BY- Aajtak Bangla
দক্ষিণেশ্বর মন্দির ভারত তথা বাংলার অন্যতম পীঠস্থান। কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দির।
১৮৫৫ সালে রানি রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কথিত আছে, রানি রাসমণি দেবী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন।
মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্যধারায় নির্মিত।
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন এই মন্দিরের পুরোহিত। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তাঁর সাধনক্ষেত্র রূপে বেছে নেন।
তবে, অনেকেই জানেন না যে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তি কার হাতে গড়া?
মায়ের এই অনন্য মূর্তিটি গড়েছিলেন কাটোয়ার দাঁইহাটের শিল্পী নবীন ভাস্কর।
মূর্তি গড়তে বিহারের জামালপুর থেকে কষ্টিপাথর এনেছিলেন নবীন।
তারপর কলকাতার জানবাজারে মায়ের মূর্তি তৈরি করেছিলেন।
এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। রানিমার উইল অনুযায়ী দক্ষিণেশ্বরের এই কালীমূর্তির নাম জগদিশ্বরী। শোনা যায় নবীন ভাস্করই মায়ের নাম দিয়েছিলেন ভবতারিণী।