7 January, 2024

BY- Aajtak Bangla

কেন তিন বার শাঁখ বাজাতে হয়? চার বার বাজালে কী হয়?

হিন্দু ধর্মে শঙ্খ বা শাঁখের বিরাট ভূমিকা রয়েছে। 

যে কোনও পুজোয় শাঁখ ছাড়া ভাবাই যায় না। 

যে কোনও শুভ কাজে শাঁখ বাজানোর রীতি রয়েছে। 

বাড়িতে নিত্য পুজো এবং সন্ধ্যার সময় সকলেই শাঁখ বাজান। 

তবে সবসময়ই ৩ বার শাঁখ বাজাতে হয়। 

অনেকেই ভুলবশত ভাবে চার বার শাঁখ বাজিয়ে ফেলেন। 

জানেন তো, চার বার শাঁখ বাজানো মোটেই শুভ নয়। 

কথিত রয়েছে, ৩ বার শাঁখ বাজালে ব্রহ্মা, বিষ্ণু , মহেশ্বর, এই তিন দেবতার সঙ্গে সমস্ত দেবদেবীকে আহ্বান জানানো হয়। 

আর চার বার শাঁখ বাজালে অসুর বা দানবকে আহ্বান জানানো হয়। যা একেবারেই অশুভ বলে মনে করা হয়।