BY- Aajtak Bangla
2 DECEMBER, 2023
হিন্দু ধর্মে প্রতিমা পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে।
হিন্দু বাড়ির মন্দির বা ঠাকুরঘরে রাধা-কৃষ্ণ, শিব, লক্ষ্মী- গণেশ, কালী ছাড়াও আরও দেব-দেবীর মূর্তি দেখা যায়।
তবে দেবী দুর্গা, লক্ষ্মী বা ভৈরবনাথের মূর্তি শনিদেবের সঙ্গে দেখা যায় না।
শনিদেবকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। ব্যক্তির ভাল- মন্দ কাজের ফল দেন তিনি। জানুন কী কী কারণে বাড়িতে শনিদেবের মূর্তি বা ছবি রাখা হয় না।
পৌরাণিক বিশ্বাস অনুসারে, শনিদেব অভিশপ্ত যে, তিনি যার দিকে দৃষ্টি দেন তার অবস্থা খারাপ হয়।
এই কারণেই শনিদেবের দৃষ্টি এড়াতে বাড়িতে তাঁর মূর্তি স্থাপন করা হয় না।
শনির দৃষ্টি এড়াতে তাঁর পুজোর সময় এই বিষয়গুলি মাথায় রাখা জরুরি।
মন্দিরে পুজো করার সময় শনিদেবের দিকে তাকাবেন না।
শনিদেবের সামনে দাঁড়িয়ে বা তাঁর দিকে চোখে চোখ রেখে পুজো বা প্রার্থনা করবেন না।
শনিদেবের পায়ের দিকে তাকিয়ে পুজো করা মঙ্গলজনক।