14 October, 2023
BY- Aajtak Bangla
পশ্চিমবঙ্গ সহ ভারতের অনেক জায়গায় দুর্গাপুজোর উৎসব অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়।
মা দুর্গার মূর্তি তৈরিতে বিশেষ মাটি ব্যবহার হয়। মা দুর্গার প্রতিমা তৈরি করতে কোথাও পাঁচ আবার কখনও দশ ধরনের মাটি নেওয়া হয়।
মায়ের মূর্তি তৈরিতে যৌনপল্লির মাটি ব্যবহার করার রীতি রয়েছে। কিন্তু কেন পতিতালয় থেকে মাটি নেওয়া হয়?
বলা হয়, একজন যৌনকর্মী ছিলেন দেবী দুর্গার একজন মহান ভক্ত। কিন্তু সমাজে প্রত্যাখ্যানের কারণে তিনি খুব দুঃখিত ছিলেন।
তাঁর প্রকৃত ভক্তি দেখে মা দুর্গা তাঁকে বর দিয়েছিলেন যে যৌনপল্লির মাটি মূর্তি তৈরিতে ব্যবহার না হলে দেবী সেই মূর্তিতে বাস করবেন না।
এ ছাড়া এই মাটি ব্যবহারের পিছনে রয়েছে আরও অনেক বিশ্বাস। যার মধ্যে একটি হল, মানুষ যখন যৌনপল্লিতে যায়, তখন সে তার সমস্ত পবিত্রতা ও গুণাবলী যৌনপল্লির চৌকাঠের বাইরে ফেলে রেখে যায়।
তাই দরজার বাইরের মাটি পবিত্র হয়ে যায়। মনে করা হয়, যৌনপল্লির মাটি অনেক পুরুষের গুণে ভরা।
অন্যদিকে আরেকটি বিশ্বাস হল পুরুষের লোভ ও লালসার কারণে যৌনপল্লি গড়ে উঠেছে। যৌনকর্মীরা পুরুষের লালসা ও লালসা গ্রহণ করে নিজেদেরকে অপবিত্র করে এবং সমাজকে শুদ্ধ করে। কিন্তু এর পরিবর্তে, এই পেশাতে নিয়োজিত নারীদের সমাজ থেকে বঞ্চিত মনে করা হয়।
এই কারণেই দুর্গাপূজার মতো পবিত্র কাজে যৌনপল্লির মাটি ব্যবহার করা হলে তাঁরা সম্মান পান। যৌনপল্লির মাটি মূর্তি তৈরিতে ব্যবহার করার উদ্দেশ্য পুরুষশাসিত সমাজের মানসিকতাকে ধাক্কা দেওয়া।
এই সমস্ত বিশ্বাসের কারণে এই অনন্য প্রথা শুরু হয় এবং দুর্গা প্রতিমা তৈরির জন্য যৌনপল্লির মাটি ব্যবহার করা হয়।