BY- Aajtak Bangla
19 April, 2025
হিন্দুধর্মে ঘর-বাড়ির মঙ্গলের জন্য অনেক কিছুই মানা হয়ে থাকে।
বিশেষ করে বাড়ির মা-কাকিমাদের দেখবেন একাধিক নিয়ম জারি করে থাকেন বাড়িতে।
যার মধ্যে আমিষ-নিরামিষ এঁটো, বেলা পর্যন্ত না ঘুমনো, সপ্তাহের সঠিক দিনে চুল-নখ কাটা ইত্যাদি।
আর এরই মধ্যে অন্যতম হল সন্ধেবেলায় না শোওয়া।
সন্ধেবেলায় সন্ধ্যা দেওয়ার সময় মা-কাকিমারা প্রায়ই বলেন যে সন্ধেতে ঘুমোতে নেই বা শুয়ে থাকতে নেই।
আর এটা বলার পিছনে রয়েছে জ্যোতিষ কারণ।
আসলে সন্ধের সময় ঘুমোলে বা শুয়ে থাকলে বাড়ির মা লক্ষ্মী রুষ্ট হন।
সন্ধ্যারতি করার সময় প্রদীপ জ্বালানো, শাঁখ বাজানোর মতো শুভ কাজ করা হয়।
তাই অবেলায় শুয়ে থাকলে বা ঘুমোলে তা অশুভতার প্রতীক বলে মনে করা হয়।
তবে বৈজ্ঞানিক কারণ হিসাবে ধরলে সন্ধেবেলায় শুলে শরীরে অস্বস্তি বোধ হয়, রাতে ঘুম আসতে চায় না।