4 July, 2024
BY- Aajtak Bangla
৭ জুলাই থেকে জগন্নাথ রথযাত্রা শুরু হচ্ছে। পুরীতে এই যাত্রার প্রস্তুতি শেষ পর্যায়ে। ভগবান জগন্নাথের রথযাত্রায় অংশ নিতে শুধু দেশের প্রতিটি কোণ থেকে নয়, বিদেশ থেকেও ভক্তরা আসেন।
একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে যে জগন্নাথ রথযাত্রায় অংশগ্রহণ করলে ১০০টি যজ্ঞ করার সমান ফল পাওয়া যায়। এই রথযাত্রায় ভগবান জগন্নাথ তার ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে সজ্জিত রথে চড়ে তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। সেখানে ৭ দিন বিশ্রামের পর তারা তাদের মন্দিরে ফিরে আসেন।
এই সময় লক্ষাধিক ভক্ত এই রথযাত্রায় অংশ নেন এবং ভগবান জগন্নাথের দর্শন পান। ভগবান জগন্নাথের রথযাত্রা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এই মন্দিরের সঙ্গে জড়িত রহস্য ও অলৌকিক ঘটনাও বিশেষ।
যেমন এই মন্দিরে অবিবাহিত দম্পতিদের প্রবেশ নিষিদ্ধ। যার পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী যা রাধারানির অভিশাপের সঙ্গে সম্পর্কিত
পুরীর জগন্নাথ মন্দিরে ভগবান শ্রী কৃষ্ণ তাঁর বোন সুভদ্রা এবং ভাই বলভদ্রের সঙ্গে জগন্নাথ রূপে উপস্থিত রয়েছেন। রাধা এই মন্দিরে নেই।
কিংবদন্তি অনুসারে, একবার শ্রী রাধারানি শ্রী কৃষ্ণের জগন্নাথ রূপ দেখতে পুরীতে এসেছিলেন কিন্তু ভগবান জগন্নাথের ভক্ত এবং মন্দিরের পুরোহিত তাকে দরজাতেই বাধা দেন।
শ্রী রাধারানি তাকে থামানোর কারণ জিজ্ঞেস করলে পুরোহিত বলেন, দেবী, আপনি ভগবান শ্রীকৃষ্ণের বান্ধবী, বিবাহিত মহিলা নন। যেহেতু শ্রী কৃষ্ণের স্ত্রীদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি তখন আপনি কীভাবে প্রবেশ করতে পারেন? একথা শুনে শ্রী রাধা খুব রেগে যান।
এরপর শ্রী রাধারানি জগন্নাথ মন্দিরকে অভিশাপ দেন যে এখন থেকে কোন অবিবাহিত দম্পতি এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। যদি সে প্রবেশ করার চেষ্টা করে তবে সে তার জীবনে কখনও ভালবাসা পাবে না। সেই থেকে এই প্রথা চলে আসছে।