BY- Aajtak Bangla

সিঁদুরের রং লাল কেন হয় জানেন? অনেক সধবাই জানেন না 

26 MARCH, 2025

সনাতন ধর্মে সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি ছাড়া সনাতন ধর্মে কোনও শুভ কাজ বা পুজো সম্পূর্ণ হয় না। 

সিঁদুর

দেবতাদের অলংকরণে সিঁদুর ব্যবহার করা হয়। বিবাহিত মহিলারাও সিঁদুর পরেন। 

দেবতাদের অলংকরণে

পুরাণ ও বাস্তু মতে বিশ্বাস করা হয়, মহিলারা যেভাবে সিঁদুর লাগান তা সরাসরি তাদের স্বামীর জীবনকে প্রভাবিত করে।

পুরাণ ও বাস্তু মতে

তবে জানেন কেন সিঁদুরের রং লাল? অনেকেরই অজানা... 

সিঁদুরের রং

সিঁদুর এক প্রকার রঞ্জক পদার্থ যার রাসায়নিক নাম লেড অক্সাইড।  সিঁদুর একটি অ্যাসিড জাতীয় পদার্থ। 

রঞ্জক পদার্থ

রক্তলাল রঙের এই পদার্থের রাসায়নিক সংকেত- Pb3O4। এর বহুল প্রচলিত রাসায়নিক নাম হলো প্লাম্বাসো প্লাম্বিক অ্যাসিড। 

রাসায়নিক সংকেত

এছাড়া একে লেড (II, IV) অক্সাইড এবং ট্রাইলেড টেট্রাঅক্সাইডও বলা হয়।

লেড

ধর্মীয় কারণ ছাড়াও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে।

বৈজ্ঞানিক দৃষ্টিকোণ

বিজ্ঞান জানাচ্ছে, সিঁদুরে রয়েছে বুধ ধাতু, যা ব্রহ্মরান্ধ্র গ্রন্থির জন্য খুবই ভাল বলে মনে করা হয়। 

ব্রহ্মরান্ধ্র গ্রন্থি

এর ফলে মহিলাদের মানসিক চাপ হ্রাস পায়। পাশাপাশি রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।

মানসিক চাপ