BY- Aajtak Bangla

মহিলারা পায়ে কেন নুপুর পরেন? আসল কারণ জানলে পুরুষদের চোখ কপালে উঠবে

16  March  2024

অলঙ্কার বা গয়না পরতে ভালবাসেন মহিলারা। অলঙ্কার পরলে মহিলাদের দেখতে ভাল লাগে। 

 নানা ধরনের গয়না পরেন মহিলারা। নাক, কান, হাত, পায়ে নানা ধরনের গয়না শোভা পায়।

অনেক মহিলাই পায়ে নুপুর পরেন। মহিলাদের পায়ের নুপুরের ছমছম আওয়াজে পাগল হন পুরুষরা।

জানেন, কেন মহিলারা পায়ে নুপুর পরেন?

 পায়ের সৌন্দর্য বাড়াতে অনেক মহিলাই পায়ে নুপুর পরেন। একথা ঠিকই। তবে আসল কারণ জানুন...

জ্যোতিষ মতে, রুপোর সঙ্গে চন্দ্রের সম্পর্ক রয়েছে। তাই বিবাহিত মহিলারা পায়ে রুপোর নুপুর পরলে সুফল পান।

পায়ে নুপুর পরলে মহিলাদের মানসিক উদ্বেগ কমে। সুখে-শান্তিতে জীবন কাটে তাঁদের।

আবার বিশেষজ্ঞদের মতে, রুপো শরীরের জন্য উপকারী। তাই রুপোর গয়না পরলে নানা শারীরিক সমস্যা দূর হয়।