BY- Aajtak Bangla

টুং-টাং শব্দে খুলবে ভাগ্য, বাড়ির এদিকে রাখুন শখের উইন্ড চাইম

31 AUGUST, 2024

ফেং শ্যুই মতে উইন্ড চাইম অত্যন্ত শুভ। বর্তমানে বাজার চলতি রকমারি উইন্ড চাইম পাওয়া যায়। 

উইন্ড চাইম বাড়িতে রাখলে সমৃদ্ধি ও সাফল্য আসে এবং গৃহে সৌভাগ্য বজায় থাকে। 

উইন্ড চাইম বাড়িতে রাখার আগে মাথায় রাখতে হবে কিছু জিনিস। নয় হিতে বিপরীত হতে পারে। 

বাড়িতে উইন্ড চাইম রাখলে পজিটিভিটি থাকে সব সময়। তাই যে কোনও নেতিবাচক পরিবেশ কাটাতে এটি রাখতেই পারেন। 

যেই উইন্ড চাইমে ৫ থেকে ৭ টি রড থাকলে এটিকে 'গুডলাক চাইম' বলা হয়। এটি বাড়িতে রাখলে সৌভাগ্য নিশ্চিত। 

ধাতু দিয়ে তৈরি উইন্ড চাইম বাড়ির পশ্চিম কিংবা উত্তর - পশ্চিম দিকে রাখা সবচেয়ে শুভ। 

কাঠ কিংবা বাঁশের উইন্ড চাইম দক্ষিণ ও দক্ষিণ -পূর্ব দিকে রাখলে সবচেয়ে শুভ ফল মেলে।  

সেরামিকের উইন্ড চাইম হলে তা রাখুন বাড়ির মধ্য অংশে এবং উত্তর পূর্ব অংশে৷  

শৌচাগার, স্টোররুমে ভুলেও উইন্ড চাইম রাখবেন না৷ কারণ তাতে নেগেটিভ এনার্জি আসবে৷ 

বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে একদম উইন্ড চাইম ঝোলাবেন না৷ নয়তো প্রেমের পথে বাধা-বিঘ্ন আসবে৷