BY- Aajtak Bangla
31 AUGUST, 2023
ফুল যেমন প্রকৃতির একটা সুন্দর সৃষ্টি, সেরকম এটি খুব পবিত্র ও শুভ বলে মনে করা হয়।
বাড়িতে যেখানে ফুল রাখা হয়, সেখানে কোনও নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না।
শুভ অনুষ্ঠান বা কাউকে উপহার দেওয়ার জন্য অনেক ক্ষেত্রেই ফুল বেছে নেওয়া হয়।
পজিটিভ এনার্জিতে পরিবেশ ভরিয়ে তুললে রোগীদের সামনে ফুল রাখা হয়।
এমনকী ধর্মীয় ক্ষেত্রেও বিভিন্ন ধরণের ফুল ব্যবহার করা হয়। জানুন পুজোয় ফুলের গুরুত্ব।
ফুল মানুষের অনুভূতির চিহ্ন স্বরূপ। এছাড়াও কোনও ব্যক্তির মানসিক পরিস্থিতি বোঝায় ফুল।
ভিন্ন ধরণের ফুলের রং ও গন্ধ ভিন্ন আবহ তৈরি করে। প্রতিটা ফুলের আলাদা আলাদা মাহাত্ম্য আছে।
খুব পরিচিত একটি ফুল হল গাঁদা, যা পুজোয় ব্যবহার করা হয়। এই ফুলের সঙ্গে বৃহস্পতি সম্পর্কিত।
এই ফুল শিক্ষা ও জ্ঞানকে বোঝায়। সেই জন্যই সরস্বতী পুজোয় গাঁদা ফুল প্রয়োজন হয়।
প্রতিদিন ভগবান বিষ্ণুকে গাঁদা ফুলের মালা পড়ালে, সন্তান সম্পর্কিত যে কোনও সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
ভালোবাসার প্রতীক মনে করা হয় গোলাপ ফুলকে। গোলাপ শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত।
দেবী লক্ষ্মীর পুজোয় গোলাপ দিলে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়।
জ্যোতিষীদের মতে পদ্ম ফুল হিন্দু দেব-দেবীর খুব প্রিয়। শ্বেত পদ্ম ফুল তার মধ্যে সবচেয়ে শুভ।