BY- Aajtak Bangla
20 OCTOBER, 2023
দুর্গাপুজোয় মা দুর্গার কৃপায় অনেক বড় সমস্যার অনায়াসে সমাধান হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, 'হয় বিশ্বাস, নয় জ্ঞান।'
আবার বিশ্বাসেই মেলে বস্তু। তাই যাঁরা ঈশ্বরে বিশ্বাসী, তাঁদের জন্য জীবনের সমস্যা থেকে পরিত্রাণের নানা উপায় রয়েছে হিন্দুধর্মে।
দুর্গাপুজোর এই পূণ্য তিথিতেই মিলতে পারে সমাধান।
তাই যাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তাঁদের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ হতে পারে মহাসপ্তমীতেই।
কয়েকটি টোটকায় জীবনের বড়সড় সমস্যা মুক্তি পেতে পারেন। দেখে নেওয়া যাক, তিনটি টোটকা।
প্রথমটি হল, মহাসপ্তমীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই টোটকাটি করতে হবে।
দু’টি পেরেক নিন এবং সেই পেরেক দু’টি হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে পেরেক দু’টি সিঁদুর মাখিয়ে রেখে দিন।
তার পর হনুমান চালিশা পাঠ করুন। তার পর সেই পেরেক দু’টি বাড়িতে নিয়ে এসে বাড়ির সদর দরজার দুই পাশে পুঁতে দিন।
দ্বিতীয়টি হল, মা দুর্গার একটি ছবি নিন এবং তার সঙ্গে সাতটি লাড্ডু এবং নিখুঁত সাতটি লবঙ্গ নিন।
তার পর লাড্ডুর মধ্যে লবঙ্গগুলি এক একটি করে গেঁথে দিন (সম্পূর্ণ ভাবে নয়। লবঙ্গের ফুলটা যেন বাইরে বেরিয়ে থাকে)।
তামার পাত্রের মধ্যে রেখে মায়ের সামনে নিবেদন করুন। ধূপ ধুনো কর্পুর দিয়ে মায়ের আরতি করুন এই মন্ত্র সহকারে।
তৃতীয়টি হল, মায়ের চরণে অর্ঘ্য অর্পণ করুন।
এই অর্ঘ্যের উপকরণ হবে, ১০৮টি দুর্বা, ১০৮টি আতপ চাল, ১০৮টি যব এবং একটি আলতা কাপড়ে মুড়ে মায়ের চরণে অর্পণ করতে হবে।
তিনটির মধ্যে যে কোনও একটি করতে পারলে শুভফল মেলে বলে বিশ্বাস।