BY- Aajtak Bangla
14 March 2024
হাতে টাকা থাকলে মনোবল বাড়ে। আর অর্থাভাব হলে রাতের ঘুম উড়ে যায়।
তাই টাকার গুরুত্ব অনেক। তবে অনেক সময়ই আমাদের বেশি খরচ হয়।
অনেক সময় ঋণের বোঝা চাপে। তাই বিড়ম্বনায় পড়তে হয়।
হিন্দু ধর্মে টাকাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, ধলদেবী তুষ্ট হলে সংসারে টাকার অভাব হয় না।
জ্যোতিষ মতে, কিছু টোটকা মেনে চললেই হাতে টাকা থাকবে।
আমাদের রোজকার রান্নায় আলু থাকেই। এই আলুই টাকা নিয়ে আসবে ঘরে। কী ভাবে?
জ্যোতিষ মতে, রোজ একটি আলু গরুকে খাওয়ান। গরুকে দেবতা বলে মানা হয়।
তাই শাস্ত্র মতে, গরুকে আলু খাওয়ালে তুষ্ট হন দেবতা। সংসারে কখনও টাকার অভাব হয় না।