24 February, 2024

BY- Aajtak Bangla

কাঁড়ি কাঁড়ি টাকা আসবে, আলমারিতে এই জিনিস রাখলেই মিরাকল

প্রায় সকলের বাড়িতেই আলমারি রয়েছে।

আলমারিতে আমরা পোশাকের পাশাপাশি নানা ধরনের জিনিস রাখি। 

অনেক সময় আলমারিতে আমরা টাকাপয়সাও রাখি। 

তবে বাড়িতে সঠিক জায়গায় আলমারি রাখলে শুভ ফল পাওয়া যায়। 

বাস্তু মতে, বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে আলমারি রাখা উচিত। এই দিকে আলমারি রাখলে অর্থ এবং সমৃদ্ধির বৃদ্ধি ঘটে।

দক্ষিণ-পশ্চিম কোণে আলমারি রাখলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় । 

মাসের প্রথমে ঘরে নতুন নোট আলমারির লকারে রাখুন। এতে আর্থিক সঙ্কট দূর হয়। 

আলমারিতে লাল কাপড়ে কড়ি এবং হলুদ রাখলে আর্থিক সমস্যা দূর হয়। 

আলমারিতে আয়না রাখলে সম্পদ বৃদ্ধি ঘটে।