BY- Aajtak Bangla
16 AUGUST, 2023
সনাতম মতে, শ্রী কৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন তিনি।
ওই দিন সারাদেশে জন্মাষ্টমীর উৎসব উদযাপিত হয় ব্যাপক আড়ম্বরে। শ্রীকৃষ্ণের পুজো করেন ভক্তরা।
উপবাস রেখে কৃষ্ণের আরাধনা করেন। কৃষ্ণের আশিসে জীবনে আসে সাফল্য।
শুভ সময়ে পুজো করলে মেলে কাঙ্ক্ষিত ফল। এই বিশেষ যোগ একাধিক রাশি জন্য খুবই শুভ হতে চলেছে।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কোনও ব্যক্তির চন্দ্র দোষ থাকলে জন্মাষ্টমীতে উপবাস করার পরামর্শ দেওয়া হয়। এই সময় বিশেষ যোগ গঠনের কারণে যে দম্পতিরা সন্তান ধ...