গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখবেন কীভাবে?

30 March, 2025

BY- Aajtak Bangla

গরমে ঘর ঠান্ডা

তীব্র গরমে ঘরে অস্বস্তি বাড়ে। ঘর ঠান্ডা রাখলে শরীর সুস্থ থাকে, ঘুম ভালো হয়।

জানলা-দরজা বন্ধ

সকাল ৯টার পর জানলা-দরজা বন্ধ রাখুন। এতে বাইরের গরম বাতাস ঢুকতে পারবে না।

ঘরে পর্দা

ঘরে গাঢ় রঙের ভারী পর্দা লাগান। সূর্যের আলো আটকাবে, ঘর ঠান্ডা থাকবে।

গাছ রাখুন

ঘরের কোণে স্নেকপ্ল্যান্ট, মানিপ্ল্যান্ট বা এরিকা পাম গাছ রাখুন। বাতাস ঠান্ডা থাকবে।

ঘরে হাওয়া চলাচল

দুটি জানলা বা দরজা খোলা রাখুন। বাতাস চলাচলে ঘর ঠান্ডা থাকবে।

ঘর পরিষ্কার

ফ্লোরে দিনে ২-৩ বার জল ছিটিয়ে মোছুন। ভেজা ঘর ঠান্ডা থাকে।

কম আলো

গরমে ঘরে কম আলো জ্বালান। কম আলোয় তাপমাত্রা কম থাকবে।

স্প্রে করুন

পুদিনা ও তুলসী পাতার জল স্প্রে করুন। ঘর ঠান্ডা ও সুগন্ধি থাকবে।

ফ্রিজ, টিভি, ওভেন বেশি চালালে ঘর গরম হয়। কম ব্যবহার করুন।

ইলেকট্রনিক্স ব্যবহার