BY- Aajtak Bangla

AC-র সঙ্গে চালু রাখুন এই জিনিসও, বিল আসবে অনেক কম

9 MARCH, 2025

গরমের দিনে এসি চালানো এখন আর বিলাসিতা নয়, বরং অনেকের জন্যই অপরিহার্য। তবে এসির বিল বেশি আসা অনেকের জন্য চিন্তার বিষয়।

এসির বিল

কিছু সহজ উপায় মেনে চললে এসির ব্যবহার করেও বিদ্যুৎ বিল কমানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক এমন ১০টি কার্যকর কৌশল

বিদ্যুৎ বিল

সাদা রঙ তাপ প্রতিফলিত করে, ফলে ঘর কম গরম হয় এবং এসির ওপর চাপ কম পড়ে। এতে বিদ্যুৎ খরচও কম হয়।

সাদা রঙ

অনেকেই এসির তাপমাত্রা ১৮-২০ ডিগ্রিতে রাখেন, যা বিদ্যুৎ খরচ বাড়ায়। ২৪-২৬ ডিগ্রি তাপমাত্রা আরামদায়ক এবং খরচও কম হয়।

আরামদায়ক

এসির সঙ্গে ফ্যান চালালে ঠান্ডা বাতাস সঠিকভাবে ছড়িয়ে পড়ে। এতে এসির ওপর অতিরিক্ত চাপ পড়ে না, ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়।

ফ্যান

সূর্যের তাপ যাতে ঘরে প্রবেশ না করে, তার জন্য পর্দা বা ব্লাইন্ড ব্যবহার করুন। এতে ঘর কম গরম হবে এবং এসির খরচ কমে যাবে।

সূর্যের তাপ

এসির ফিল্টার নোংরা হলে ঠান্ডা হাওয়া বের হতে সমস্যা হয়, ফলে এসি বেশি বিদ্যুৎ খরচ করে। নিয়মিত ফিল্টার পরিষ্কার করলে এনার্জি খরচ কমবে।

এসির ফিল্টার