18 March, 2025

BY- Aajtak Bangla

বাংলাদেশ নিয়ে ১০ মজার তথ্য, হাসতে হাসতে ফেটে খিল ধরবে

বাংলাদেশের যানজট বিশ্ববিখ্যাত। ঢাকার ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আপনি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। কেউ কেউ তো নাকি সিগন্যালে দাঁড়িয়ে প্রেম প্রস্তাবও দিয়ে ফেলেন! 

বাংলাদেশের ট্রাফিক

বাংলাদেশে এমন অনেক সময় আসে, যখন রিকশা থেকে নেমে হাঁটলে গন্তব্যে আগে পৌঁছানো যায়। ঢাকার ব্যস্ত রাস্তায় হাঁটা পথিকের গতিও কখনও কখনও রিকশার চেয়ে বেশি হয়! 

রিকশা নাকি হাঁটা?

যদিও চা-প্রেমীদের দেশ এটি, কিন্তু আধুনিক ক্যাফেগুলোতে কফির আধিপত্য বেড়েই চলেছে। তবে গ্রামের হোটেলে গিয়ে "ক্যাপুচিনো" চাইলে মালিকের মুখ দেখে বোঝা যাবে—আপনি এক বিরল প্রজাতির মানুষ!

চায়ের দেশে কফির আধিপত্য!

বাংলাদেশে খাওয়া মানেই মাছ আর মাংসের লড়াই! কিন্তু সব কিছু ছাপিয়ে গ্রামীণ ভর্তা খেয়ে সবাই বলে ওঠে, "মাছ-মাংস বাদ দাও, ভর্তাই সেরা!"

 ‘ভর্তা’ বাজিমাত!

অনেক বাংলাদেশি রেস্টুরেন্টে খাবারের জন্য নয়, ফ্রি ওয়াইফাইয়ের জন্য যান! নুডলস অর্ডার করে তিন ঘণ্টা ফেসবুক ব্রাউজ করা যেন রুটিন হয়ে গেছে।

ওয়াইফাইয়ের রেস্টুরেন্টে ভিড়

বাংলাদেশে কোনো কিছু জানার দরকার? "গুগল" লাগবে না! পাড়ার এক দাদাকে জিজ্ঞাসা করলেই সব উত্তর পেয়ে যাবেন। কারণ, এই দাদা সব জানেন! কখনও ক্রিকেট এক্সপার্ট, কখনও আবহাওয়াবিদ, কখনওবা আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষক!

বাংলাদেশি 'গুগল দাদা'!

বাংলাদেশি সিনেমা 'হাওয়া' মুক্তির পর অনেকেই সিনেমার মতো "সন্দেশ" খাওয়ার শখ জাগিয়ে তুললেন। কিন্তু সত্যি বলতে, জেলিফিশ সন্দেশ খেতে গিয়ে অনেকেই বুঝলেন—সিনেমা আর বাস্তবতা এক নয়!

সন্দেশ খাওয়া

বাংলাদেশে বর্ষাকালে রাস্তায় চলতে গেলে মনে হয়, গঙ্গা-ব্রহ্মপুত্র আপনার সামনে চলে এসেছে! হেঁটে রাস্তা পার হতে গিয়ে মাঝপথে নৌকা খুঁজতে হয়। হাঁটু জল আর মাছের সঙ্গেই পথ চলা!

রাস্তা না নদী বোঝা দায়!

বাংলাদেশে ইদে বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য অনেকে ছাদে উঠে পড়েন। ছাদে উঠে বসা যেন 'ভিআইপি ক্লাস'! তবে ঝুঁকি নিয়েও ছাদে ভ্রমণ করা বাংলাদেশি যাত্রীদের দুঃসাহসিকতার গল্প এখন রীতিমতো ভাইরাল।

'ট্রেনের ছাদ'ও ভিআইপি ক্লাস!