BY- Aajtak Bangla

ডার্ক সার্কেল দূর করুন ১০ মিনিটে! ঘরোয়া এই উপায় চমৎকার কার্যকরী

27 April, 2025

 বাজারের দামি ক্রিম নয়, ঘরোয়া কিছু সহজ টিপস ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই ডার্ক সার্কেল কমানো সম্ভব। দেখে নিন সবচেয়ে কার্যকরী ১০টি ঘরোয়া উপায়!

১. ঠান্ডা দুধের শেক ঠান্ডা দুধে তুলো ডুবিয়ে চোখের উপর ১০ মিনিট রাখুন। এতে চোখের ক্লান্তি কমবে এবং ডার্ক সার্কেল হালকা হবে।

২. আলুর রসের ম্যাজিক কাঁচা আলু ঘষে রস বের করে তুলোর সাহায্যে লাগান। এটি চোখের নিচের কালচে দাগ দ্রুত কমায়।

৩. ঠান্ডা টি ব্যাগ ব্যবহৃত গ্রিন টি বা ব্ল্যাক টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের ওপর রাখুন। টি-তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ডার্ক সার্কেল হালকা করে।

৪. শসার টুকরো শসা কেটে সরাসরি চোখের উপর ১৫ মিনিট রাখুন। ঠান্ডা শসা ত্বককে সতেজ করে ও কালো দাগ কমায়।

৫. এলোভেরা জেল প্রাকৃতিক এলোভেরা জেল চোখের নিচে লাগিয়ে ২০ মিনিট রাখুন। নিয়মিত ব্যবহারে দারুণ ফল পাবেন।

৬. নারকেল তেল ম্যাসাজ রাতে শোবার আগে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে চোখের চারপাশে হালকা হাতে ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে ও দাগ হালকা হয়

৭. গোলাপ জল গোলাপ জল তুলায় নিয়ে চোখের উপর ১৫ মিনিট রাখুন। এটি চোখকে ঠান্ডা করে ও ত্বকের রঙ উজ্জ্বল করে।

৮. টমেটোর রস টমেটোর রস আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে লাগান। এটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে।

৯. মধু খাঁটি মধু চোখের নিচে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক কোমল হয় ও দাগ কমে।

১০. পর্যাপ্ত ঘুম ও জলপান প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম এবং পর্যাপ্ত জলপান ডার্ক সার্কেল কমানোর সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক উপায়।