07 September 2024

BY- Aajtak Bangla

স্মার্ট লোকেদের থাকে এই ১০ গুণ, সময় নষ্ট না করে আজই শিখুন

চোখে চোখ রেখে কথা বলুন। অন্যদিকে তাকিয়ে কথা বলাটা আত্মবিশ্বাসের অভাবের লক্ষণ। 

সোজা হয়ে দাঁড়ান। কুঁজো হবেন না। হাত গুটিয়ে রাখবেন না।

হাসুন। কারও সঙ্গে দেখা হলে, সাধারণ কথাবার্তার সময়ে হাসিমুখ বজায় রাখুন।

ধীরে ধীরে, স্পষ্ট উচ্চারণ করে কথা বলুন। 

কথা বলার সময়ে হাত ব্যবহার করুন। তবে অতিরিক্ত নয়। 

ফিটফাট, পরিষ্কার-পরিচ্ছন্ন সাজুন। জামাকাপড় যেন ভাল ফিট হয়। চুল পরিপাটি করে আঁচড়ান। দাড়ি থাকলে ট্রিম করে শেপ করুন। 

আপনার কেউ কিছু বললে তা মন দিয়ে শুনুন। সেই সময়ে হাতে ফোন রাখবেন না। অন্যদিকে তাকাবেন না। 

কথা বলার সময়ে অযথা হাতে ফোন রাখবেন না। হাত জড়ো করা বা পকেটে রাখাও খারাপ অভ্যাস। 

কোনও ভুল করলে, এবং কেউ তা ধরিয়ে দিলে ধন্যবাদ জানান। তাই নিয়ে অযথা তর্ক করবেন না। 

অযথা বেশি কথা বলবেন না। মেপে, ভেবেচিন্তে কথা বলুন।